follow us:
Result FAQ

Govt. and DPE Approved

Itqan International School

ইতকান ইন্টারন্যাশনাল স্কুল

ইতকান ইন্টারন্যাশনাল স্কুল মানিকগঞ্জ, এ আপনাকে স্বাগতম।

Rules and Regulation - 2019

 ইতকান ইন্টারন্যাশনাল স্কুল


বিধি ও প্রবিধান - ২০১৯



এই বিধি ও প্রবিধান সংরক্ষিত থাকবে। পরবর্তী সময়ে সংশোধন করার পূর্ব পযর্ন্ত কার্যকর থাকবে। 

এটি কর্মকতা , কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রযোজ্য হবে। 


বিভাগ

ইতকান ইন্টারন্যাশনাল স্কুল দুটি বিভাগ দ্বারা পরিচালিত হবে। 

ক. প্রশাসন বিভাগ

খ. নিরীক্ষা বিভাগ

ক. প্রশাসন বিভাগ: 

১. প্রশাসন বিভাগে একজন পরিচালক থাকবেন। যিনি সকল সিদ্ধান্ত গ্রহণ, পরিমার্জন, পরিবর্ধন করার একক ক্ষমতা সংরক্ষণ করবেন। 

২. কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিরীক্ষা বিভাগের চাহিদা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান, নিয়োগ প্রদান, মাসিক বেতন অনুমোদন, সরকারি দপ্তরের সকল কাজ করবেন। 

৩. ডেজিকনেটেড অফিসার (ডিও) / এডমিন অফিসার (এও), পরিচালক (প্রশাসনের) অনুমতি নিয়ে সকল দাপ্তরিক ফাইল প্রণয়ন ও অনুমোদন করবেন। 

খ. নিরীক্ষা বিভাগ

১. নিরীক্ষা বিভাগে একজন পরিচালক ও একজন সদস্য থাকবেন। প্রশাসন বিভাগের সকল সিদ্ধান বাস্তবায়ন, মূল্যায়ন করবেন।

২. কর্মচারী, শিক্ষক চাহিদা প্রণয়ন, শিক্ষক মূল্যায়ন, গতিবিধি পর্যবেক্ষন করবেন। 


কনভেনার

১. প্রতি শ্রেণিতে একজন করে কনভেনার নিযুক্ত থাকবেন। কনভেনার তার দায়িত্বপ্রাপ্ত শ্রেণিতে সকল শিক্ষার্থীর ভালো মন্দ দিন বিচার, চাহিদা, পরীক্ষার বিষয় নির্ধারন, ক্লাস মূল্যায়ন, শির্ক্ষাথীদের উপস্থিতি অনুপস্থিতি, অভিভাবকদের সাথে মতবিনিময়, নিয়মিত ফোন করে শিক্ষার্থীদের খোজ নেয়া, মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহন ও চাহিদা নিরীক্ষা ও প্রশাসন বিভাগে প্রেরণ করবেন। 



শিক্ষক

১. প্রতি শ্রেণিতে বিষয়ভিত্তিক একজন করে শিক্ষক থাকবেন। 

২. সাপ্তাহিক, পাক্ষিক পরীক্ষাগ্রহণ ও এর ফলাফল মূল্যায়ন পর্যালোচনা করে যাবতীয় কার্যক্রম করবেন। 

৩. স্কুল ছুটির বাইরে কোনো শিক্ষক ছুটিপ্রাপ্ত হবেন না। কোনো কারণে যদি অতীব প্রয়োজন হয় তবে ১ টি ছুটি প্রাপ্ত হবেন। ছুটির বাইরে যে কোনো কারণে অনুপস্থিত থাকলে দিন হিসেবে বেতন কর্তন করা হবে ।

ভর্তি কমিটি

১. প্রতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য ভর্তি কমিটি গঠন করা হবে যা ‘ভর্তি কমিটি-২০--’ হিসেবে শিরোনাম হবে। 

২. কমিটিতে একজন আহŸায়ক, একজন সদস্য সচিব ও একজন সদস্য থাকবেন। 

৩. শিক্ষার্থী ভর্তি, প্রচারণাসহ যাবতীয় কার্যক্রম কমিটির সদস্যবৃন্দ করবেন। 

অভিভাবক

১. শিক্ষার্থীর বিষয়ে সকল খোঁজ খবর রাখবেন ।

২. সকল অভিভাবক সমাবেশে যোগদান করবেন। 

৩. ক্লাস চলাকালীন সময়ে কোনো অভিভাবক ক্লাস রুমে প্রবেশ করতে পারবে না।

৪. সকল শিক্ষার্থীর শতভাগ উপস্থিতি কাম্য। ৭৫% এর কম উপস্থিতি থাকলে কোন মাসিক / মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে না। ৬৫% এর কম উপস্থিতি থাকলে ঐ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে। 

৫. কোনো ক্রমেই মাসিক বেতন বকেয়া রাখা যাবে না। প্রতিমাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে। অন্যথায় ঐ শিক্ষার্থীকে মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। কিংবা কর্তৃপক্ষ চাইলে ঐ শিক্ষার্থীর জরিমানা করতে পারেন।