follow us:
Result FAQ

Govt. and DPE Approved

Itqan International School

ইতকান ইন্টারন্যাশনাল স্কুল

ইতকান ইন্টারন্যাশনাল স্কুল মানিকগঞ্জ, এ আপনাকে স্বাগতম।

Friday, November 8, 2019

৮ নভেম্বর ২০১৯ ইতকান ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা পরবর্তী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল ২০১৯ এ আঃ রাজজাক হানাফীর পুরো বক্তব্য। আইআইএস


ইতকান ইন্টারন্যাশনাল স্কুল পরবর্তী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল ২০১৯ ইং এ জনাব আব্দুর রাজজাক হানাফীর পুরো বক্তব্য। 





বিসমিল্লাহির রহমানির রহিম

সম্মানিত সুধীজন!
ইতকান ইন্টান্যাশনাল স্কুল প্রতিষ্ঠা পরবর্তী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল ২০১৯ ইং এ সম্মানিত সভাপতি জনাব মোঃ আঃ জলিল, প্রধান শিক্ষক(চলমান), ইতকান ইন্টারন্যাশনাল স্কুল, প্রধান অতিথি জনাব আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মোঃ তারা মিয়া, প্রতিষ্ঠাতা, ইতকান ইন্টারন্যাশনাল স্কুল। উপবিষ্ঠ সম্মানিত উপস্থিতি সকলকে আন্তরিক শুভেচ্ছা।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্থান থেকে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম লাভ করে। যার নেতৃত্ব দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি যখন বাংলাদেশে ফিরে আসেন তখন একটি যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনঃগঠনে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তার সবই বঙ্গবন্ধু করেছিলেন। তারমধ্যে ডঃ কামাল হোসেন কে প্রধান করে ৩৫ সদস্য বিশিষ্ঠ একটি সংবিধান প্রণয়ণ কমিটি গঠন করেছিলেন যার ফলে মাত্র নয় মাসে বঙ্গবন্ধু তার জাতিকে একটি সংবিধান উপহার দিতে পেরেছিলেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে তিনি শিক্ষা ক্ষেত্রে বিশেষ কার্যক্রম শুরু করেছিলেন।যেমন দেশের সকল বিদ্যালয় গুলোকে তিনি সরকারি করণ করেছিলেন যার ফলে খুব দ্রুত প্রাথমিক শিক্ষার হার বৃদ্ধি পেয়েছিল। আজ বঙ্গবন্ধু নেই কিন্তু তার সুযোগ্য কণ্যা রয়েছেন। আলীগ সরকার যখন ২০০৯ সালে সরকার গঠন করে তখন বাংলাদেশে শিক্ষার হার ছিল মাত্র প্রায় ৪২ শতাংশ। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে শিক্ষার হার প্রায় ৭২ শতাংশে উন্নতি হয়েছে। আমরা যখন স্বপ্ন দেখি ২০২১ সালের মধ্যম আয়ের দেশের, আমরা যখন স্বপ্ন দেখি ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্রের তখন বলতেই হয় ৭২ শতাংশ শিক্ষিত মানুষ নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না। আর তাই শিক্ষার হার বাড়াতে সরকারের পাশাপাশি কাজ করতে হবে বেসরকারি ভাবেও।

সুধীজন! আজ থেকে ১০ বছর আগের কথা চিন্তা করলে আজকের ডিজিটাল বাংলাদেশের এর কথা চিন্তাই করা যায় না। আবার আজ থেকে ১০ বছর পরের কথা আমরা চিন্তাই করতে পারি না। এক সময় মানুশ হাতে ঘড়ি পড়ত আজ তার পরিমান নিতান্তই কম। আবার আজ যারা স্মার্ট  ফোন ব্যবহার করি কাল দেখা যাবে এমন ডিভাইস আসবে যখন আমাদের আর স্মার্ট ফোন ব্যবহার করতে হবে না। আরও সহজ কোন ডিভাইস চেলে আসবে। একসময় আজকের বিষয়ে না ভেবেই পাঠ্যবইয়ে প্রযুক্তি সম্পর্কিতে কোন বিষয়ে পাঠ্যবইয়ে ছিল না  কিন্তু আজ তার প্রয়োজনীয়তা উপলব্দি করে তা যুক্ত হয়েছে। বিশ্ব এগিয়ে যাচ্ছে। সেই সাথে এগুচ্ছে দেশ তার সাথে আমরা যদি তালমেলাতে না পারি তাহলে পিছিয়ে পরতে হবে। 

আর সেই তালমেলাতেই আপনাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে ইতকান ইন্টারন্যাশনাল স্কুল। 

ইতকান কী? 
ইতকান আরবি শব্দ যা পবিত্র কুরআনুল কারিমে এসেছে। আল্লাহ তায়ালা ইতকান শব্দটি কুরআনুল কারিমে সুরা নামলের ৮৮ নাম্বার আয়াতে এভাবে বলেছেনÑ
Ò وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ۚ صُنْعَ اللَّهِ الَّذِي أَتْقَنَ كُلَّ شَيْءٍ ۚ إِنَّهُ خَبِيرٌ بِمَا تَفْعَلُونَ Ó
আর তুমি পাহাড় সমূহকে দেখছো, সেগুলোকে তুমি স্থির মনে করছ। অথচ তা মেঘমালার ন্যায় চলতে থাকবে। (এটা) আল্লাহর কাজ, যিনি সব কিছু নিখুঁতভাবে করেছেন। নিশ্চয় তোমরা যা কর, তিনি সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। [সুরা নামল, আয়াত ৮৮]

“And you see the mountains, thinking them rigid, while they will pass as the passing of clouds. [It is] the work of Allah, who perfected all things. Indeed, He is Acquainted with that which you do”.[ 27:88]


ইতকানের বাংলা অর্থ  হলো নিখুঁত, নিপুন, নৈপুন্য, শ্রেষ্ঠত্ব, উৎকর্ষ, মহামাহিম ইত্যাদি। ইতকানের ইংরেজি হলো Perfected, Excellence, Mastery, Proficiency Etc.

ইতকান ইন্টারন্যাশনার স্কুল নামকরণের কারণ কী?
ইতকান যেহেতু একটি অনন্য নাম  যা কুরআনুল কারিমে এসেছে সুতরাং ইতকান নামকরণ করা হয়েছে। ইতকানের সাথে েইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক শব্দ যোগ করা হয়েছে ইতকান ইন্টারন্যাশনাল স্কুল আন্তর্জাতিক মানসম্মত। ইতকান ইন্টান্যাশনাল স্কুলে পাঠ লাভ করলে ‍বিশ্বের ‍যে কোন আন্তর্জাতিক মানসম্মত প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হবে। ফলে ইতকানের সাথে ইন্টান্যাশনাল যুক্ত করে ইতকান ইন্টান্যাশনাল স্কুল নামকরণ করা হয়েছে।

ইতকান ইন্টান্যাশনাল স্কুল প্রতিষ্ঠালাভের কারণ কী?
আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আজ থেকে ৫০ বছর আগে বাংলাদেশের অবস্থা কী ছিল! এক সময় বাংলাদেশকে বলা হত তলা বিহীন ঝুঁড়ি, আজ সেই বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌছেগেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে এক উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাইলে সবার প্রথমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা যদি নিশ্চিত করা যায় তবেই ২০৪১ সালে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা। একসময় বাংলাদেশের শিক্ষার হার ছিল খুবই কম, সেই অবস্থার পরিবর্তন হলেও আজও কাঙ্কিত শিক্ষার  লক্ষ্যে পৌছাতে পারিনি। আর সেই লক্ষ্য পূরণে সরকারের সাথে একাগ্রতা পোষণ করে আগামী দিনের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে ইতকান ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা লাভ করেছে।

‡Kb Avcbvi mšÍvb‡K BZKvb B›Uvib¨vkbvj ¯‹z‡j cov‡eb?
BZKvb B›Uvib¨vkbvj ¯‹zjB cÖ_g mev©aywbK cÖhyw³ msewjZ ¯‹zj wn‡m‡e AvZ¡cÖKvk K‡i‡Q| †hLv‡b wkÿv_©x‡`i evB‡i †Kvb cÖvB‡fU covi cÖ‡qvRb †bB| GKK_vq AwZwi³ cÖvB‡fU gy³ wkÿv cÖwZôvb| BZKvb B›Uvib¨vkbvj ¯‹zj `vwqZ¡ wb‡q ej‡Z cv‡i †`‡ki cÖ_g evsjv, Bs‡iwR I Aviwei mgš^‡q wkÿv e¨e¯’vi GK Abb¨ D`vniY m„wó Ki‡Z mÿg n‡q‡Q hv bwRi wenxb| BZKvb B›Uvib¨vkbvj ¯‹z‡ji i‡q‡Q wbR¯^ AeKvVv‡gv, g‡bv‡ivg mywkZj, cÖvK…wZK cwi‡ek hv m„wó Ki‡e cvV`vb I cvVjv‡fi GK Abb¨ ¯’vb| Avcbvi mšÍv‡bi m¤ú~Y©  ‡gav weKv‡k BZKvb B›Uvib¨vkbvj ¯‹z‡ji i‡q‡Q cÖwZ wel‡q Avjv`v Avjv`v Kg©`ÿ, †gavex, ZiæY I wb‡ew`Z wkÿKgÛjx| MZvbyMwZK †Kv‡bv aviv bq cÖhyw³ e¨envi wbðZ Ki‡Z gvwëwgwWqv K¬vmiæg, B›Uvi‡bU mg„× j¨ve, i‡q‡Q wbR¯^ I‡qe I †gvevBj A¨vá hvi gva¨‡g cÖ‡Z¨K AwfeveK Zvi mšÍv‡bi wel‡q Rvb‡Z cvi‡eb AwZ mn‡RB N‡i e‡mB| wbivcËv wbðZ Ki‡Z ïay ¯‹zj PZ¡i bq cy‡iv GjvKvq emv‡bv n‡e D”P ÿgZv m¤úbœ bvBU wfD wmwm wUwf K¨v‡giv| ïay ZvwZ¡K cov‡kvbv bq ZvwZ¡K cv‡Vi evwn¨K iƒcw`‡Z cÖwZ eQi Av‡qvRb Kiv n‡e wkÿv mdi, e¨e¯’v Kiv n‡e mnwkÿv| kixi ¯^v¯’ wVK ivL‡Z Av‡qvRb Kiv n‡e wµov cÖwZ‡hvwMZv| wbivc` my‡cq cvwb I m¨vwbUvwi e¨e¯’v i‡q‡Q| †Kv‡bv wkÿv_©x Amy¯’ n‡j BZKvb B›Uvib¨vkbvj ¯‹z‡ji i‡q‡Q wbR¯^ †gwW‡Kj †K›`ª †hLv‡b cÖv_wgK wPwKrmv †mev wbwðZ Kiv n‡e|

myZivs Avwg Avkv Kie Avcbviv Avcbv‡`i mšÍvb‡`i BZKvb B›Uvib¨vkbvj ¯‹z‡j cov‡eb| wb‡Ri Ges †`k MV‡b fzwgKv cvjb Ki‡eb|
mevB‡K ab¨ev`|
Avjøvn nvwdR|